মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
জাতীয় শোক দিবস এবং ৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালায় প্রশাসনের উদ্যোগে এবং বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিট, খুলনা জোনের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।৮ই আগস্ট বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের নিচে”বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়” কার্যক্রম শুরু হবে।
বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে আগ্রহী সকলকে আসার জন্য অনুরোধ করা হলো।
( বি:দ্র: বাঁধনে কর্মী সংগ্রহ চলছে, যারা বাঁধনের কর্মী হতে ইচ্ছুক, বিশেষত ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের বাঁধন স্টলে আমন্ত্রিত)
আয়োজনে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ
সহোযোগিতায় : বাঁধন, বশেমুরবিপ্রবি ইউনিট, খুলনা জোন।