বিশেষ প্রতিনিধি :
এলাকায় আতঙ্ক ছড়িয়ে দুই পক্ষের মারপিট অবশেষে মীমাংসার চেষ্টায়।রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলীর আহমেদ নগরে ১৬ এপ্রিল (২০২৩ ) রাত আনুমানিক ৭ :৩০ ঘটিকার সময় আদাবর থানা এরিয়া ও দারুস সালাম থানা এরিয়ার দুই পক্ষের মধ্যে এ মারপিটের ঘটনা ঘটে।জানা যায় – রাজধানীর আদাবর থানা এরিয়ার শুনিবিড় হাউজিং এর ইউনুস এর বাড়ির ভাড়াটিয়া শাকিল দারুস সালাম থানাধীন আহমেদ নগরে এসে ইউসুফ এর মেয়ের জামাই রুবেল নামে ব্যক্তির কাছে অন্যের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়,শাকিল এর দাবি রুবেল এর কাছে আরেক ব্যক্তি টাকা পাবে সেই টাকা দেয় না কেন তা জানতে আসে,এবং এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারপিটে লিপ্ত হয়,পরে এলাকাবাসী জানতে পারে এই রুবেলের কাছে শাকিল এর পরিচিত কেউ টাকা পায় না যার কাছে টাকা পায় সে অন্য রুবেল।
এই বিষয়টি পরবর্তীতে শাকিল ও শিকার করে এবং দুই পক্ষ যার যার বাসায় চলে যায়,কিছুক্ষণ পর শাকিল তার ভাড়াটিয়া বাসায় গিয়ে ২০ থেকে ৩০ জন লোক নিয়ে ইউসুফের বাড়ি এসে হামলা করে এতে ইউসুফের মেয়ের জামাই রুবেল নাক মুখে আঘাত লেগে গুরুতর আহত হয় এবং ইউসুফের স্ত্রী সন্তানরাও আহত হয়।এরপর তারা চিৎকার দিলে এলাকার জনগণ এগিয়ে আসা দেখে শাকিল তার লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার শেষে ইউসুফ তার মেয়ের জামাই রুবেলকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে যান এবং হাসপা তাল থেকে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগের এক থেকে দেড় ঘন্টা পর উক্ত অভিযোগের তদন্ত করতে আসেন দারুস সালাম থানার এস আই জুয়ে ল।প্রথমে জুয়েল আহমেদ নগরে আসেন এরপর শাকিল এর বাসায় গিয়ে শাকিলকে পেয়ে তার সাথে কথা বলেন সাথে বাদী রুবেল উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা বলেন এক পর্যায়ে এসআই জুয়েল বাদী রুবেলকে ধমকাতে থাকে এবং ভয় ভীতি মূলক আচরণ করেন যা একজন এস আই এর মুখে শোভা পায় না এবং একপর্যায়ে এসআই জুয়েল বাদি রুবেলকে বলেন – ওদেরতো পিছনে ইয়ে আছে ,পেছনে যারা তোদের ইন্দন দেন তাদের একদম খেয়ে ফেলব।
আহমেদ নগর এলাকার একাধিক বাড়িওয়ালা বলেন – এভাবেই আতঙ্ক ছড়িয়ে দুই পক্ষ মারপিট করবেন এবং মীমাংসা হবে এটা কাম্য নয় অপরাধ করে শাস্তি পাওয়া উচিত কারণ অপরাধ করে শাস্তি না পেলে এতে তারা এরকম ঘটনা ঘটাতে নিয়মিত উৎসাহিত হয়।এলাকার সুনাম নষ্ট হয় এবং মানুষ আতঙ্কে থাকে,ভাড়াটিয়ারা আতঙ্কে থাকে এজন্য এলাকায় ভাড়াটিও থাকতে চায় না কিছুদিন পরপরই আদাবর থেকে লোকজন এসে এভাবে মারপিট করে এলাকায় আতঙ্ক ছড়ায় তাই প্রশাসনের উচি ত অতি জরুরীভাবে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেও য়া।এ ব্যাপারে এস আই জুয়েলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঘটনাস্থলে আসার পরে তারা বলছেন মীমাংসা করবেন তাই আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি না।এ ব্যাপারে দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার (পিপিএম ) বলেন- বাদীর লিখিত অভিযোগ থানায় পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।