January 20, 2025, 12:49 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কবি ও সাংবাদিক আয়নাল হকের মৃত্যু বার্ষিকী এবং সোস্যাল মিডিয়া

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী’কেন্দুয়া প্রেসক্লাব “এর সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক,সম্মানিত সদস্য,কবি ও সাংবাদিক প্রয়াত আয়নাল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

মাজহারুল ইসলাম ভূঞা ফেইসবুক স্ট্যাটাস দেন এভাবে – ভালো থাকিস পরপারে…..।

কেন্দুয়া বিচিত্রা পোস্ট করেন, পরপারে ভাল থেকো প্রিয়জন। আমিন।

সালাহউদ্দিন সালাম লেখেন,—প্রকৃতির কবি হিসেবে খ্যাত সাংবাদিক বন্ধু আয়নাল হক ইহলোক ত্যাগ করে পরপারে চলে যায়। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী ।—। ভালো থাকিস বন্ধু ।

কেন্দুয়ার খবর আইডি থেকে পোস্ট করা হয় , সাংবাদিক আয়নাল হক বিগত ২০২৩ সালে ১৮ ডিসেম্বরে পরপারে চলে গিয়াছেন । আজ ২০২৪ সালের ১৮ ডিসেম্বর । তাঁর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেন্দুয়ার সাংবাদিক সমাজসহ ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব গভীর ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছে ।—।

এমন অসংখ্য স্ট্যাটাস বা পোস্টে সোসাল মিডিয়ার জগতে আক্ষেপ প্রকাশ করে স্মরণ করা হয় কবি ও সাংবাদিক আয়নাল হককে’পুরো ডিসেম্বর ছিলো প্রায় আয়নালময় !

উল্লেখ্য ২০২৩ সালের ১৮ ডিসেম্বর গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরা র দেশে পাড়ি দেন এই ক্ষণজন্মা’নির্ভীক, সাহসী এই কবি ও সাংবাদিক জন্মগ্রহণ করেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামেতিনি দীর্ঘদিন ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক অদম্য বাংলা পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয় তাঁর অসংখ্য কবিতা ।



Our Like Page
Developed by: BD IT HOST