কলসিন্দুরের মেয়েদের দক্ষিণ এশিয়া জয়ে পুলিশ সুপার, ময়মনসিংহ এর অভিনন্দন
প্রথম বাংলা – বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে নেপাল জাতীয় নারী ফুটবল দলের বিরুদ্ধে ৩-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিকাংশ সদস্যের উত্থান ময়মনসিংহ জেলার কলসিন্দুর গ্রাম থেকে।
কলসিন্দুরের এই অর্জনে ময়মনসিংহ জেলা পুলিশ পরিবার গর্বিত। এই শুভক্ষণে পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় নারী দল এবং কলসিন্দুরের মেয়েদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ময়মনসিংহের ‘কলসিন্দুর’-এ বেড়ে ওঠা আটজন আছেন এই দলে। এ দলের মারিয়া মান্দা, সানজিদা আক্তার, শিউলি আজিম, তহুরা খাতুন, শামসুন্নহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, সাজেদা খাতুন, মার্জিয়া আক্তারের বাড়ি কলসিন্দুরে।