
নিজস্ব প্রতিনিধি –বীর মুক্তিযোদ্ধার মানবাধিকার।
– এম কে বড়ূয়া।
- কাঁদে মানবতা কাঁদে মানুষের স্বাধীনতা
বীর মুক্তিযোদ্ধার স্বাধীনতা মন্ত্র মানবাধিকার,
অপক্ষমতার হিংস্র থাবায় অসুস্থ হাতছানি মানবাধিকার ও সভ্যতা ধর্ষিত হয়ে
প্রতিনিয়ত করে শুধু চিৎকার,
পালিত হয় প্রতি বছর কত শত দিবস
নারী,শিশু ও নিরীহ মানুষদের
সুরক্ষায় মানবাধিকার দিবস,
- মানুষের অধিকার সবচেয়ে লুণ্ঠিত
দুর্বলের প্রতি সবলের নির্যাতন,
অসহায়ের প্রতি সব শাসন আর শোষণ
নির্যাতিত মানুষ খুঁজে বাঁচার অধিকার
না পেয়ে খুঁজে তাহার মানবাধিকার।
নিজ অধিকার আদায়ে লাঞ্ছিত হচ্ছে
স্বাধীন দেশে বীর মুক্তিযোদ্ধারা,
অবহেলিত হচ্ছে দিকে দিকে নর,নারী
ও শিশু নিজের অধিকারের কথা বললে
হতে হয় লাঞ্চিত রাস্তাঘাটে,
ভিটে মাটি জোরপূর্বক ভূমিদস্যুর দখলে
প্রশাসন ব্যস্ত অপরাধীদের বাঁচাতে।
- যাহারা সুরক্ষা করিবে মানবাধিকার
তাহাদের হাতে মানবাধিকার ক্ষতবিক্ষত
তাহারাই মানবের অধিকার হরণে ব্যস্ত
কথাটি আজকের দিনে বড় হাস্যকর,
সংখ্যালঘু নির্যাতন দিন দিন বেড়েই চলেছে,
বিভিন্ন স্তরের মানুষ ন্যায় বিচার
পাওয়া তাহার মানবাধিকার
অফিস,আদালত,স্কুল,কলেজ ও শিক্ষাঙ্গন
এবং গ্রাম গঞ্জে কোথাও যেন হয় না
নর,নারীর ও শিশু মানবাধিকার লঙ্ঘন।
- কবি,লেখক ও সংগঠক
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
কেন্দ্রীয় কমান্ড।ঢাকা-১০০০