আশরাফুল হাবিব তুষার, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
সারাদেশের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের ঘোষ ণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরই ধারাবাহিকতায় কাউনিয়া উপজেলার শহীদবা গ ইউনিয়ন আওয়ামিলীগ ও তার সহযোগী সংগঠ নের আয়োজনে উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাস ড়কের বেইলিব্রীজ বাসস্ট্যান্ড এলাকায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজে লা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আবদুল হান্নান ,ইউনিয়ন সভাপতি আব্দুর রউফ,সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভা পতি সুশান্ত সরকার রনো,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি ফজলে রাব্বী চঞ্চল,সাধা রণ সম্পাদক ফেরদৌস আহমেদ ফিরোজ,শাকিল আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের বছর ব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরা জনীতির বিরুদ্ধে ‘সারাদেশে ইউনিয়ন’পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।