কাউনিয়া প্রতিনিধি ঃরংপুরের কাউনিয়ায় অনলাইন নিউজ পোর্টাল উত্তরের সময়ের ৫ম বর্ষে পদার্পণে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২নভেম্বর)বিকেলে কাউনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কাউনিয়া প্রতিনিধি জসিম সরকারের উদ্যোগে অনলাইন প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল
কাউনিয়া থানা অফিসার ইনর্চাজ মেন্তাছের বিল্লাহ,তিস্তা ডিগ্রি কলেজর সহকারি অধ্যাপক শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু,রাকু চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী সাজু, কাউনিয়া থানার এস আই বুলবুল আহম্মেদ কাউনিয়া উপজেলা যুগান্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস বসুনিয়া,সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,সাইফুল ইসলাম, আশরাফুল হাবিব তুষার, সাইদুল ইসলাম, মোকছেদ আলী, মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভা ও কেক কাটা শেষে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।