কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলার সাবেক ইউএনও ও বর্তমান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস.এম নাজি য়া সুলতানা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।আজ মঙ্গল বার (২৫ জুলাই) কাউনিয়া উপজেলার সাবেক ইউএনও এস.এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত দুইদিন বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থার সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তিনি আট মাসের অন্তসত্বা ছিলেন।
জানা গেছে,৩০তম বিসিএস কর্মকর্তা এস.এম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার হিসেবে কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের পদোন্নতি পেয়ে ওই সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনি য়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মকর্তা ছিলেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০১৯ সালে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।
তার মৃত্যু অনলাইন প্রেসক্লাব সভাপতি,সাধারণ সম্পাদক ও সকল সদস্য তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।