কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে কাউনিয়া থানা পুলিশের আয়োজনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে কাউনিয়া থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ’র সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভইস চেয়ারম্যান কাউনিয়া রংপুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী কূর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, টেপামধুুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোঃ সেলিমুর রহমান,
বাংলাদেশ আওয়ামীলীগকাউনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জমশেদ আলী, কাউনিয়া কলেজের আধ্যক্ষ মোঃ ফারুক আজম, বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত,পুজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চক্রোবর্তি, সম্পাদক কমল সরকার টিপু সহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা পূজা মণ্ডপের, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখা সহ পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় উপজেলার ৬৮ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।