ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে সকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ২ টি ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল চলে। ৭নং ওয়ার্ডের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক মেম্বার রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জমির উদ্দিন।
বিকেলে ৬নং ওয়ার্ড কাউন্সিলে প্রার্থীদের মধ্যে কোন সমজোতা না হওয়ায় ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের মাধ্যদিয়ে কাউন্সিল শেষ হয় ৷ এতে সভাপতি মো রমিছ উদ্দিন, সাধারণ সম্পাদক ফোরকান আহমদ নির্বাচিত।
কাউন্সিলে তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে গত ২১ সেপ্টেম্বর (বুধবার) সকালে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ঝাকঁঝমকপূর্ণ এই সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার লিয়াকত আলী।
কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মেম্বার রশিদ আহমদের উদ্বোধনের মধ্যদিয়ে উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন,
প্রধান বক্তা ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী তারেক বিন ওসমান শরীফ।
অতিথি ছিলেন সেলিম চৌধুরী, সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী তোফায়েল আহমদ, হাসান বশির, আরো উপস্থিত ছিলেন, সরওয়ার আজিম, শ্রমিকলীগ সভাপতি মোস্তফাসহ কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ।