শনিবার (২৬ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাতক্ষীরা গ্রামীন চক্ষু হাসপাতালের সৌজন্যে এবং গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আয়োজনে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পে চোখে ছানি পড়া, চোখ দিয়ে পানি ঝড়া এবং চোখ চুলকানো রোগীসহ প্রায় দুই শতাধিক রোগী ফ্রি চোখের চিকিৎসা নিয়েছেন এবং এসব রোগীরা স্বপ্ল মূল্যে ঔষধ ও চশমা সংগ্রহ করেছেন। অত্র গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আহবায়ক, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান ও সমিতির সকল সদস্যবৃন্দের সার্বিক সহযোগীতায় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প উদ্বাধেন করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুন সমিতির উপদেষ্টা আলহাজ্ব গাজী শওকাত হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির উপদেষ্টা জি এম ফজর আলী প্রমূখ।