সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত। কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মঙ্গলবার (৩০ আগষ্ট) বেলা ১১ টায় কার্যনির্বাহী কমিটির ১৩ জনকে শপথ বাক্য পাঠ করান কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশনের সহকারী কমিশনার বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল লতিফ। নির্বাচন কমিশনের দপ্তর সম্পাদক গাজী মিজানুর রহমান (মিজান) এর সঞ্চালনায় শপথ
বাক্য পাঠ করেণ কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন ও বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য যথাক্রমে শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার ও ফারুক আহমেদ উজ্জ্বল। শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, গীতা পাঠ করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য বাবু গৌরপদ দাশ বাচন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও কালিগঞ্জ প্রেসক্লাবের শুভাকাঙ্ক্ষী।