আবু সাঈদ শিমুল
মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা:
জেলাপ্রধান ব্যুরো।
কুড়িগ্রামের উলিপুর উপজেলা সামাজিক -সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উলিপুর উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জ্বনাব এম এ মতিন।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র মামুনুর রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান রিপা সরদারসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সনাতনধর্মাবলম্বী প্রতিনিধি গণ। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল ধর্ম ও বর্ণের মধ্যে সামাজিক সম্প্রীতি ও বন্ধন অটুট রাখতে সবার কার্যকর ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়। সভাটি সঞ্চালনের ভুমিকায় ছিলেন, কাজী মাহমুদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) উলিপুর।