
মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার-
রবিবার ১২ নভেম্বর বিকেল আনুমানিক ৪.১৫ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ব্রাক মোড় সংলগ্ন ব্রিজের উপর থেকে ১ টি গ্ল্যামার মোটরসাইকেল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে ২০০ পিচ ইয়াবা সহ আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। উল্লিখিত মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
গ্রেপ্তার কৃতরা হলো,লিমন মিয়া(২৬),পিতা-আঃ আলীম উদ্দিন,মাতা-লাভলী বেগম,সাং- আজোয়াটারী,ফারুক বা জার,এবং মতিউর রহমান (২২),পিতা- ইউনুছ আলী,মাতা- মনোয়ারা বেগম,সাং- চান্দের বাজার, মধ্যপাড়া, উভয়ের থানা- ফুলবাড়ী,জেলা- কুড়িগ্রাম।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেব নাথ জানান,দুইজন আসামিকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়ে হয়েছে। মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে।