খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সদর ইউনিয়নের গ্রাম পুলিশ জুয়েল ও রফিকুল ইসলাম ১৬ মার্চ সন্ধার পর গো পন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি অটো রিক্সা গাড়িতে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। পরে গ্রাম পুলিশ জুয়েল ও রফিকুল তাত্ক্ষণিক উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামের সামনে কুড়িগ্রাম রোডে হাতে নাতে সেই অটোটি কে আটক করে দেখতে পায় ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল।পরে তাত্ক্ষণিক থানা পুলিশকে তারা ফোন দিলে থানা পুলিশের একটি ঘটনা স্থলে গিয়ে ঘটনা সত্যতা পেয়ে মাদক কারবারি আলতাফ ও অটোচালকে গ্রেফতার করে থানা পুলিশ।পরে তদন্ত করে জানতে পারে অটোচালক মাদকের সাথে সংযুক্ত নেই তাকে ছেরে দেয়।পরে আটক আলতাফ হোসেনকে জিগ্যেসাবাদ করলে এই মাদকের সাথে আরো অনেকেই জড়িত আছে বলে জানায়।এই মাদকের সম্পৃক্ত পলাতক মাদক সম্রাট রশিদুল ইসলাম,রফিকুল ইসলাম,নাইম হোসে ন সহ অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে মামলা হয়।মাদক কারবারি আসামি আলতাফ হোসেন (২৫) উপজেলার মইদাম গ্রামের নুরুল ইসলাম ছেলে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনা সত্যতা দিয়ে বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯(খ)/১৪(ক)/৪১ রুজু করা হয়েছে। এবং উক্ত আসামিদের বিরুদ্ধে একাধি ক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফ তার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ও পলাতক আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।