স্টাফ রিপোর্টার মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬ জন আসামী কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাস ন। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় সারাষি অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি। আজ শনিবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ তথ্য সুত্রে জানাজায় পুলিশ সুপার এর দিক নির্দেশনায় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টে চারজন,সিআর ওয়ারে ন্ট মূলে একজন,নিয়মিত মামলায় নয়জন, ১৫১ ধারায় দুইজনসহ গত ২৪ ঘন্টায় মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।