মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আগামীর বিজয় ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে অসহায়,দরিদ্র সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৭ই এপ্রিল (সোমবার) সকাল ১০টার দিকে আগামীর বিজয় ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা নের নির্বাহী পরিচালক মোঃ জুনায়েদ হোসেনের সঞ্চালনা য় ও ২নং রামদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রতন মিয়ার সভাপতিত্বে অসহায় দরিদ্র সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।১ প্যাকেজ ঈদ উপহারে রয়েছে ১কেজি তেল,১কেজি চিনি,১কেজি ডাল,১প্যাকেট সেমাই ও ১প্যাকেট নুডলস।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক শ্যামল রায়,বাংলাদেশ প্রেস ক্লাব,কটিয়াদী উপজেলা শাখার সভা পতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার মাসুদুল ইসলাম সবুজ,সাধারণ – সম্পাদক ও দৈনিক এই বাংলা পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোফাস সেল সরকার ও সাংবাদিক তাজুল ইসলাম বাদল,প্রতিষ্ঠা নের পরিচালক জিকু মন্ডল,অগ্রণী সমবায় সমিতির নির্বাহী পরিচালক সুবোধ দাস,আগরপুর শাখার ব্যবস্থাপক মোঃ সুমন মিয়া প্রমুখ।