কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
সরেজমিন তথ্য সুত্রে জানাযায়, কুড়িগ্রাম জেলা প্রশাসন এর উদ্যোগে ৩৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে গবাদিপশু ছাগল ও নগদ আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।ক্ষুধা ও দারিদ্রমুক্ত কুড়িগ্রাম বিনির্মানের লক্ষ্যে আজ জেলা প্রশাসন এর উদ্যোগে ৩৫জন হতদরিদ্র ব্যাক্তিকে ০২টি করে ছাগল ও নগদ ৩০০০/- টাকার চেক বিতরণ করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পুনর্বাসন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন,
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌরসভার মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন জনাব মঞ্জুর এ মুর্শেদ,উপপরিচালক জেলা সমাজসেবা অধিদপ্তরসহ অনেকে।
এসময় জেলা প্রশাসক উপকারভোগীরা যেন এই সাহায্য নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন সেজন্য উৎসাহ প্রদান করেন। তিনি আরও জানান খামার তৈরির ব্যাপারে ভবিষ্যতে উপকারভোগীদের মাঝে আরও কারিগরি সাহায্য প্রদান করা হবে।