লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) জনাব ইমদাদুল হক তালুকদার,সভায় কেন্দুয়া থানারঅফিসার ইনচার্জ মিজানুর রহমান বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।সভায় বক্তারা কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া,গোগবাজার পুলিশ বক্স এলাকা এবং কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের মরিচপুর নামক স্থানে ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
এ বিষয়ে বক্তব্য রাখেন নওপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভো কেট সারোয়ার জাহান কাউসার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,উপজেলা দু র্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান ভূঞা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জীবন, এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান হৃদয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমদাদুল হক তালুকদার বলেন, “সুন্দর সমাজ গঠনে সমাজের সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। সকলে র ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি নিরাপদ ও সমৃদ্ধ আগামীর পথ তৈরি করতে।” তিনি সকলকে একযোগে সুন্দর আগামীর দিকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং আগামীর করণীয় ঠিক করা হয়।