লাভলী আক্তার(নেত্রকোনা জেলা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামার হুকুমে ভাগ্নে হারুন মিয়া খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া (২৬) কান্দাপাড়া গ্রামের সাবেক মেম্বার মোঃ রহিছ উদ্দিনের ছেলে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহত হারুনের সঙ্গে সহোদর মামা হক মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
শনিবার বিকেলে হারুন মিয়ার দোকানের সামনে মামাতো ভাই এক রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করছিল, তখন হারুন মিয়া বলে দোকানের সামনে ঝগড়া করবা না সরে যেয়ে ঝগড়া করো তখন মামাতো ভাইয়ের সঙ্গে তর্ক বিতর্ক হয়। এ নিয়ে মামা হক মিয়া ও তার শালা সমন্দি এবং তার ছেলেদের নিয়ে হারুনের দোকানে ও বাড়িতে হামলা চালায়। হামলায় হারুন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন মিয়েকে মৃত ঘোষণা করেন।
হারুনের মৃত্যুর পর থেকে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।