লাভলী আক্তার, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দিগলী মাচিয়ালীদাখি ল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরিক্ষার্থীদেরবিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বুধবার(৭ ফেব্রুয়ারী) দিগলী মাচিয়ালী দাখিল মাদ্রাসার আয়োজনে মাসকা ইউনিয়নের মাচিয়ালীতে মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত হয় এ বিদায় ও দোয়া অনুষ্ঠান।
উক্ত প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী ৫৯৫ জন”তবে ২০২৪ সালের মোট পরিক্ষার্থী ৭০ জন”এঁদের মধ্যে মেয়ে পরিক্ষার্থী ৪০ জন, ছেলে পরিক্ষার্থী ৩০ জন”যাঁরা সবাই মানবিক শাখায় অধ্যয়নরত।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও ময়মনসিংস্থ আল আমিন নার্সিং হোমের প্রতিষ্ঠাতাপরি চালক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন শেখেরসভাপতি ত্বে ও সহকারী শিক্ষক মোঃ আবুল কাসেমের পরিচাল নায় বক্তব্য রাখেন,কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পা দক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সহকারী সুপারিন্টেন্ডেন্ট গোলাম কিবরিয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু (ফকির),সাবেক শিক্ষক মোঃ আলাল উদ্দিন,সাবেক শিক্ষক জসিম উদ্দিন খান,ভরাপাড়া দাখিল মাদ্রাসার সহসভাপতি নূরুল আমিন নূরু,
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,বিদায় পালাক্রমে আসে এ বিদায় শেষ বিদায় নয় এ বিদায় আনন্দের ও সুন্দর ভবিষ্যতের।পরিক্ষায় ভালো করার মাধ্যমেই আসবে তোমাদের সবচেয়ে বড় সফলতা করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে শিষ্টাচার তাছাড়া তিনি একটি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন এবং বলেন,আমি চেষ্টা কর বো ভালো শিক্ষক দিতে অর্থনৈতিক সাপোর্ট যতোটুকু প্রয়োজন তাও আমি দেবো তবে ঐ মাদ্রাসারক্ষণাবেক্ষ ণের দায়িত্ব আপনাদের সবার।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয় এবং সবশেষে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয় দুপুরের খাবার এবং পরিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় শিক্ষা উপকরণ ও তাঁদের সফলতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের,কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খানসহ শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ,সুধীজন ও সাংবাদিকবৃন্দ।