নেত্রকোনা প্রতিনিধি-
নেত্রকোনার কেন্দুয়ায় কলেজ ছাত্র সাদ্দাম হোসেন (২০) হত্যা কান্ডে জড়িত সন্দেহে একই গ্রামের সেলিম মিয়া (২৬) ও তার বোন লিপা আক্তার (২১) কে গ্রেফতার দেখিয়ে সোমবার (১০ অক্টোবর) নেত্রকোনা আদালতে সোপর্দ করেছেন কেন্দুয়া থানা পুলিশ। সেলিম ও লিপা উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও মেয়ে। এর আগে ওই দুইজনকে সন্দেহজনকভাবে আটক করেছিলেন কেন্দুয়া থানা পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে ও উপজেলা আশুজিয়া বানেটেক কারিগরি স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেন তাদের বাড়ির সামনের একটি পুকুর পাড়ে বসে মোবাইল ফোন চালাচ্ছিলেন। এ সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গলা কেটে পালিয়ে যায়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় নিহত কলেজ ছাত্র সাদ্দাম হোসেনের মা নাছিমা আক্তার বাদী হয়ে উপরোল্লেখিত ২ জনসহ আরও অজ্ঞাত কয়েকজন আসামী করে সোমবার (১০ অক্টোবর) কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম এঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃতদের ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।আশা করি দ্রুত হত্যার রহস্য উদঘাটিত হবে।