চুয়াডাঙ্গা প্রতিনিধিঃবায়েজিদ জোয়ার্দার:
অদ্য ১৬ ই জুলাই ২৪ ইং বেলা ১১.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা হাসান চত্বরে বাাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারীর প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক. চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম.। গরীব রুহানি মাসুম বলেন বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিহত করবো এবং কোটা বহলের দাবিতে আন্দোলন গড়ে তুলবো।
যুগ্ম আহবায়ক আবু হাশেম. যুগ্ম আহবায়ক জাকির হোসেন. যুগ্ম আহবায়ক ও মুক্তিযুদ্ধের চেতনা টিভির প্রতিনিধি বায়েজিদ রহমান জোয়ার্দার যুগ্ম আহবায়ক ববিন মুস্তাফিজ.যুগ্ম আহবায় ক আলিফ জোয়ার্দার. সদস্য সচিব বখতিয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সদস্য সচিব শাজাহান আলী.
দামুড়হুদা উপজেলা কমিটির আহবায়ক কামাল উদ্দিন শান্টুচুয়া ডাঙ্গা পৌর কমিটির আহবায়ক আরশাফুল ইসলাম সদস্য সচিব জসিমউদদীন নিয়তি. শংকরচন্দ্র ইউনিয়ন কমিটির আহবায়ক আলমগীর হোসেন সহ শাহাবুদ্দীন রুবেল. কামরুজ্জামান চাদ. ইমরান হোসেন শুভ সহ অনেকে।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক বায়েজিদ রহমান জোয়ার্দার।