নিজস্ব প্রতিবেদন পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেছেন। শুক্রবার সকালে তিনি কোতোয়ালি মডেল থানায় যোগদান করেন। এর আগে মঙ্গলবার ২৯ আগষ্ট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা তাকে এই পদে বদলী করেন।
পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন এর আগে জেলা গো য়েন্দা পুলিশ (ডিবি) ময়মনসিংহের সেকেন্ড অফিসারহিসে বে অত্যন্ত সুমান ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন পরে তিনি নগরীর ১নং ফাড়ির ইনচার্জ হিসাবে সুমানের সাথে এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন।
এ সময় তিনি নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়,স্টেশন রোড,বাঘমারা,ভাটিকাশর,পুরোহিতপাড়া,কৃষ্টপুর,বলাশ পুর,পাটগুদাম এলাকার মাদক,চুরি ছিনতাই রোধ করে ব্যা পক আলোচনায় আসেন।নগরবাসির মতে,তিনি ছিলেন অপরাধীদের জম।অনেকেই দাবি করেছেন পুলিশ অফিসা র আনোয়ার হোসেনের ভয়ে অপরাধীরা ছিল আতংকে, এছাড়াও তিনি একাধিক গরুত্বপুর্ণ মামলার রহস্য উদঘাটন করে সুনাম কুড়িয়েছেন।
কোতোয়ালি মডেল থানার নবব গত পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন পুলিশ সু পার মাছুম আহাম্মদ ভুঞাকে ধন্যনাদ ও অভিনন্দন জানি য়ে বলেন,পুলিশ সুপার আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন সুনামের সাথে পালন করতে পারি। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশনা বাস্তবায়নে এবং সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে তিনি ন্যায়, নিষ্ঠার সাথে কাজ করে যাবেন বলে তিনি দাবি করেন।