প্রথম বাংলা – ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক মো: ওয়াজেদ আলী’র নেতৃত্বে একটি টিম নগরের দিঘারকান্দায় ডাকাতির চেষ্টা মামলায় ৩ জনকে গ্রেফতার করে, আসামীগন শেখ আক্তার হোসেন, সজিব, মিনাল উভয়বাড়ী দিঘারকান্দা ফিসারীজ মোড়।
এদিকে একইদিন এসআই আনোয়ার হোসেন -২ শম্ভুগঞ্জ এলাকায় পর্নোগ্রাফ মামলায় এস এম মানিক কে আটক, এসআই খোরশেদ আলম নগরের আউটার স্টেডিয়াম কাশর থেকে মাদক মামলায় মো: আশরাফুল হক, এসআই কামরুল হাসান নারী ও শিশু নির্যাতন মামলায় দিকারকান্দার আজিজুল ইসলাম,
এএসআই আশিকুল হাসান, নুরুজ্জামান পৃথক অভিযানে জিআর সাজা ও পরোয়ানাভুক্ত আসামী বাঘমারা সুরুজ উকিলের বাসার পিছন থেকে গ্রেফতার কর হয়েছে।
উভয়দের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।
প্রেস বিজ্ঞপ্তি – কোতোয়ালী মডেল থানা, ৬ অক্টোবর ।