October 16, 2024, 7:34 am
শিরোনামঃ
চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সেক্রেটারী পিন্টু গ্রেপ্তার মসিকের ভাষা সৈনিক আব্দুল মতিন পাঠাগার উদ্বোধন সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধান এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন ২ দিনের রিমান্ডে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান অদৃশ্য শক্তির কারণে বহাল তবিয়তে রেলের দূর্নীতিবাজ ১০ কর্মকর্তা, নীরব রেল প্রশাসন ডিআরইউ লাইব্রেরিতে বই উপহার দিলো ‘শৈল্পিক স্বপ্ন’ তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খালেদ বিন ওয়ালিদ আলবি ফুল ব্রাইট স্কলার্শীপে ইউনিভার্সিটি অব আরিজোনায় পড়বে

Reporter Name

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতি নিধি:অত্যন্ত মেধাবী, সৎ আদর্শবান শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদ আলবি ফুলব্রাড স্কলার্শীপে ইউনিভা র্সিটি অব আরিজনায় পড়াশুনা করবে।খবর বাপস নিউজ।সপ্টওয়ার ইন্জিনিয়ার বিষয়ে ইউনিভার্সিটি অব আরিজোনায় পড়ার জন্য খালিদ বিন ওয়ালিদ আলবি চার বছরের স্নাতক (সন্মান )কোর্সে বৃত্তির জন্য আবেদন করলে উক্ত বিশ্ববিদ্যালয় তা মন্জুর করেন। পরবর্তীতে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস গত অক্টোবর মাসে ৫ বছরের জন্য শিক্ষার্থীরূপে যুক্তরা ষ্ট্রের জন্য ভিসা প্রদান করেন।

খালিদ বিন ওযালিদ আলবি ১২ ডিসেম্বর ২০২২ সোমবার টার্কিশ এয়ার ওয়েজে ঢাকা থেকে ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের জেএফকে এয়ার পোটে ১২ ডিসে ম্বর সোমবার বিকাল সাড়ে ৬টায় পেীছবে এবং ১৩ ডিসেম্বর মংগলবার সকাল সাড়ে ৮চায় নিউইয়কের জেএফকে এয়ার পোট থেকে আরিজোনার ফিনি ক্স-এ পৌঁছবে দুপুরে উল্লেখ্য, খালিদ বিন ওয়ালিদ আলবি ২০১৩ সালে পিএসসি সম্পন্ন করেছে কিশো রগঞ্জের বাজিতপুরের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে,২০১৬ সালে জেএসসি সম্পন্ন করে ছে বাজিতপুরের আফতাব উদ্দীন স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালে একই কলেজ থেকে এসএসসি সম্পন্ন করে।

অত:পর ২০২১ সালে ঢাকার সরকারি বিজ্ঞান কলে জ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করে ।খালিদ বিন ওয়ালিদ আলবি পিএসসি,জে এসসি, এসএসসি এরং এইচএসসি সবগুলোতে জিপিএ গোল্ডেন -৫ পেয়েছে।তার বাবা মাজহারুল ইসলাম শামীম বাজিতপুর রাজফুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাপক এবং মা খাদিজা তুল কুবরা রুমা সমাজকর্মী।তার বড় বোন জান্নাতুল ফেরদৌস তন্বী বাজিতপুর বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক(সন্মান) এর শিক্ষার্থী এবং ছোট বোন ফাতেমাতুজ জহুরা তুসি বাজিতপুর বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
তার খালা নিউজ পোর্টাল জার্নালিস্ট ও গ্রাফিকস ডিজাইনার আয়েশা আক্তার রুবি নিউইয়র্কে স্থায়ী ভাবে বসবাস করেন।

খালিদ বিন ওয়ালিদ আলবি সবার কাছে
প্রার্থনা করেছে ।ছবির ক্যাপশান বাথেকে ছোট বোন তুসি,মা রুমা,বাবা শামিম,আলবি এবং বড় বোন তন্বীকে দেখা যাচেছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page