গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দীপা রানী বিশ্বাস, উপজেলা এলজিইডির প্রকৌশলী মজিদুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জান চয়ন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক প্রমুখ।