প্রথম বাংলা – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আধুনিক সমরাস্ত্র ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে বাংলাদেশ। তবে আমরা যুদ্ধ চাই না। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে চাই।সারাবিশ্বে দুর্ভিক্ষের আভাস দেখা যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যাতে খাদ্য ঘাটতিতে না পড়ি সেজন্য নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব।
নেতৃত্বের প্রতি অনুগত থেকে নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারপ্রধান আরও বলেন, এমনভাবে দেশকে গড়ে তুলবো, যাতে বিশ্বে কেউ বাংলাদেশকে হেয় করতে না পারে। এছাড়া দুর্যোগ থেকে বাংলাদেশ যেন হেফাজতে থাকে সেই কামনা করেন।