April 29, 2025, 1:45 pm
শিরোনামঃ
শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার অভিযোগ এসআই মাছুদ জামালি’র বিরুদ্ধে শাহজাদপুরে মাচাল তৈরিকে কেন্দ্র করে যুবক নিহত, জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না :মির্জা ফখরুল ময়মনসিংহে ডিবি হেফাজতে অমানষিক নির্যাতন যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গফরগাঁও”এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপল ক্ষে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগকারী ৪ জন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন গফরগাঁও ইউনিয়নের ৮৩নং পড়শীপাড়া সরকারীপ্রাথ মিক বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষে সদ্য অনুষ্ঠিত দ্বাদ শ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন গত৬ জানুয়া রী ইং তারিখ ভোর অনুমান বিকেল ৪ টায় মধ্যে কতিপ য় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী অগ্নি সংযোগ করে এবং শ্রে ণীকক্ষ চেয়ার-টেবিল,বেঞ্চ ও অন্যান্য মালামাল পুঁড়ি য়ে অনুমান এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে।

এ বিষয়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান খান অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করলেগফ রগাঁও থানার মামলা নং-০১, তাং-০৬/০১/২০২৪ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫(৩) রুজু করা হয় এ ঘটনায় সমগ্র থানা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুযায়ী গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন-এর তত্ত্বাবধানে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান খান-এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওসমান গনি ও এসআই মোঃ ইকবাল হোসেন,পিপিএ ম তথ্য-প্রযুক্তি নির্ভর তদন্ত শুরু করে।

অবশেষে উক্ত অফিসারবৃন্দ সঙ্গীয় ফোর্সসহ গত ৩ফে ব্রুয়ারী ২০২৪ তারিখ বিভিন্ন সময়ে উত্তরা,মিরপুর-১২ ,পল্লবী,ঢাকা এবং গফরগাঁও ও হালুয়াঘাট থানার প্রত্য ন্ত এলাকায় অভিযান পরিচালনা করে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত আসামী-আনসারুল ইসলাম(৩ ৭),পিতা-মোঃ আবু সাইদ,মাতা-মোছাঃ আয়শাসিদ্দিকা ,সাং-দোগাছিয়া,থানা- গফরগাঁও,ময়মনসিংহ (সহ-সাং গঠনিক সম্পাদক,ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদল,স দস্য গফরগাঁও উপজেলা যুবদল এবং সভাপতি,গফর গাঁও ইউপি যুবদল),আশরাফুল ইসলাম (২৪), পিতা-

মোর্শিদ মির্জা,মাতা- রিনা আক্তার,সাং-গড়াবের,থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ (সিনিয়র সহ-সভাপতি, গফরগাঁও ইউপি ছাত্রদল),হাসানুজ্জামান নয়ন (৩৪), পিতা-মৃত মিয়াজ উদ্দিন,মাতা-হাসনা আক্তার,সাং-গড়া বের,থানা-গফরগাঁও,জেলা-ময়মনসিংহ (যুবদলের স ক্রিয় সদস্য),ইলিয়াস মিয়া (২৮),পিতা-মোঃ সোহরাব উদ্দিন,মাতা-মোছাঃ হনুফা খাতুন,সাং-গড়াবের,(ছাত্রদ লের সক্রিয় সদস্য)দেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ধৃত আসামীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় এক মাস যাবৎ আত্মগোপনে ছিল।গ্রেফতারের পর তারাঅ গ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত মর্মে প্রাথমিকজি জ্ঞাসাবাদে স্বীকার করে। আসামীদেরকে বিজ্ঞ আদাল তে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য যে,এই ঘটনায় সরাসরি জড়িত অপর আসামী মোঃ আলীম(৩৩),পিতা: নুরুল আমিন,সাং-গড়াবেড় কে ইতোপূর্বে গফরগাঁও থানার অপর মামলার ওয়ারে ন্টমূলে গ্রেফতার করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST