অভিযুক্তনাহিদ হোসেন(২২)’কে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারসহ গ্রেফতার করেছে র্যাব-১।
প্রথম বাংলা – গত ০৫ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দুপু রে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোসাত্রা সাকিনস্থ পশ্চিম চকের জনৈক আফজাল দেওয়ান এর মালিকানাধীন সবজি ক্ষেতের পূর্ব দক্ষিণ কোনা য় মাটির ভিটির পাশে অজ্ঞাত ব্যাক্তির গলার কন্ঠ নালি কাটাসহ জবাই এবং পুরুষাঙ্গ ও অন্ডকোষ কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাটি এলাকা য় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্টট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়।পরবর্তীতে এই হত্যাকান্ডের রহ স্য এবং প্রকৃত ঘটনা উম্মোচনের জন্য র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং এটি একটি পরিকল্পিত নৃশংস হত্যাকান্ড হতে পারে ধারণা করে গোয়েন্দা নজরদা রী বৃদ্ধি করা হয়।
ঘটনার তদন্ত অনুসন্ধানে,প্রথমে নাম পরিচয় না পাওয়া গেলেও পরবর্তীতে জানা যায়,ভিকটিমের নাম আজাদ(১৬),পিতা-মোঃ হালিম মিয়া,থানা-গোবিন্দগঞ্জ,জেলা-গাইবান্ধা,এ/পি থানা-কালিয়া কৈর,জেলা-গাজীপুর। সে পেশায় একজন অটো চালক। সে প্রতিদিনের ন্যায় গত ০৪ ফেব্রুয়ারি ২০ ২৩ তারিখ বিকাল অনুমান ০৩০০ ঘটিকায় একটি ব্যাটারি চালিত তিন চাকা বিশিষ্ট মিশুক অটোরিক্সা নিয়ে বাহির হওয়ার পর হতে নিখোঁজ হয়।
পরবর্তীতে গত ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ কালিয়া কৈর থানাধীন গোসাত্রা সাকিনস্থ পশ্চিম চকের জনৈক আফজাল দেওয়ান এর মালিকানাধীন সবজি ক্ষেতের পূর্ব দক্ষিণ কোনায় মাটির ভিটির পাশে ভিকটিম আজাদ (১৬) এর গলার কন্ঠ নালি সহ জবাই করা এবং পুরুষাঙ্গ ও অন্ডকোষ কাটা দেহ হতে বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিমের ভাই লাশটিকে তার ভাই আজাদ (১৬) এর লাশ হিসেবে সনাক্ত করেন। লাশ উদ্ধারের সময় পুলিশ ভিকটিমের লাশের মাথার নিচে একটি স্টীলে র রক্তমাখা ধারালো চাকু উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
এরই ধারাবাহিকতায় ০৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ০৬০০ ঘটিকায় র্যাব-১,গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়ে ন্দা শাখার সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়া কৈর থানাধীন হরিণহাটি এলাকায় অভিযান পরিচা লনা করে আত্মগোপনে থাকা হত্যাকারী মোঃ নাহিদ হোসেন (২২),পিতা-আতাউর মন্ডল,থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল,বর্তমান ঠিকানা- থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর’কেগ্রেফতার করে।
এ সময় ধৃত অভিযুুক্ত কাছ থেকে মৃত ভিকটিম আজাদ (১৬) এর ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন, তার দেওয়া তথ্যমতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরিণহাটি (এপেক্সরোড) এলাকা হতে ফেদু মাতাব্বর কলোনী এন্ড টাওয়ার এর নীচ তলার গ্যারেজে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত অটোরিক্সা এবং নগদ ৩,৫৮০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত অভিযুুক্ত ভিকটিম আজাদ (১৬)’কে হত্যার কথা স্বীকার করে এবং এই চাঞ্চল্যকর হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়।