বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ড বারেন্ডা মৌজায় হতদরিদ্র সমেজ উদ্দিন এর ক্রয় কৃত জমির উপর গৃহ নির্মান করতে চাঁদাবাজ কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লার হামলা,উক্ত ঘটনায় ৫ ই সেপ্টেম্বর কাশিমপুর মেট্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ৪ জন কে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সমেজ উদ্দিন,
অভিযোগ এ উল্লেখ করেন ৪ ই সেপ্টেম্বর সমেজ তার ক্রয় কৃৃত জমির উপর গৃহ নির্মান করতে ইট বালু সিমেন্ট নিয়ে প্রবেশ করলে পূর্ব শত্রুর জের ধরে (১) কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা(২) ইদ্রিস মোল্লা (৩).আরিফ মোল্লা (৪)মিয়াজান.
বাশের লাঠি লোহার রড দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে অভিযোগকারী ও তার পরিবার কে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন, এবং মোটা অংকের টাকা না দিলে ঘর উঠাইতে দিবেনা মর্মে কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা ও তার ভাই ইদ্রিস মোল্লা হুমকি প্রদান করেন।
কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা কাউন্সিলর হওয়ার পর থেকে অগনিত অপকর্মের সাথে সম্পৃক্ততা ও আকাশ ছোয়া দূর্নীতি করে অর্থের পাহাড় তৈরি করেছেন,জমি দখল মাদক ব্যবসা তার নিত্তদিনের কর্ম তার বিরুদ্ধে বহু পত্রপত্রিকায় একাধিক নিউজ সম্প্রচার করেছেন গণমাধ্যমকর্মীরা।বিগতদিনে এডঃ.আতিকের খুনি সাইজ উদ্দিন মোল্লা,
এমন একটি শিরোনামেও নিউজ সম্প্রচার করা হয়েছে,সাইজ উদ্দিন মোল্লার অবৈধ অর্থের সঠিক তদন্ত করতে বাংলাদেশ দুদক এর দৃষ্টি আকর্ষণ করে লেখাটি প্রকাশ করেন এলাকাবাসীরা,
সব মিলিয়ে সাইজ উদ্দিন মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের এর সঠিক তদন্ত পর্যবেক্ষন পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন হতদরিদ্র সমাজের ক্ষতিগ্রস্ত মানুষ ও ৩ নং ওয়ার্ডবাসী।
দৈনিক সময়ের কন্ঠে বিস্তারিত নিয়ে আসছে আগামী পর্বে চোখ রাখুন।