প্রথম বাংলা – জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করে পুলিশী সেবাসমূহ জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উদ্যোগে “কমিউনিটি পুলিশিং সম্মেলন-২০২৩” উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সরকারী তিতুমীর কলেজ অডিটরিয়ামে সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে এ কমিউনিটি পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত কমিউনিটি পুলিশিং সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রফেসর মোহাম্মদ এ আরাফাত। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইজিপি এ কে এম শহীদুল হক,বিপিএম, পিপিএম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম পির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন ) ড. খ: মহিদ উদ্দিন,বিপিএম-বার,সরকারী তিতুমীর কলে জের প্রিন্সিপাল প্রফেসর ফেরদৌস আরা বেগম,বাংলা এ কাডেমী সাহিত্য পদক প্রাপ্ত প্রফেসর ড. রতন সিদ্দিকী ও নন্দিত চিত্র নায়ক রিয়াজ। সম্মেলনের সভাপতিত্ব করেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম।
আলোচনা সভায় অতিথিগণ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং একটি সুস্থ ও উন্নয়নমুখী জাতি গঠণে পুলিশকে সহায়তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।সম্মেলনের পর ‘কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানে একটি র্যালি অনুষ্ঠিত হয়।এ সময় গুলশান বিভাগের সকল থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি,সেক্রেটারি,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।