নিজস্ব প্রতিনিধি:
গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া, ফুলতলা ঘাটে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেন জেলা বিডি পুলিশ। ১০ মে ২০২৩ ইং খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ০৭.৩০ ঘটিকায় সমময়।ওসি ডিবি মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামীদের গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আবুল কালাম আজাদ (৪২) পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক এর চা স্টলের দক্ষিন পূর্ব পার্শ্বের ফুলতলা ঘাটে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে ধৃত আসামী ১। মোঃ রফিকুল ইসলাম (৩২) পিতা- মোঃ জারজিস আলী ২।
মোঃ ইউসুফ আলী (২৮) পিতা- মৃত হামিদুর রহমান উভয় সাং- দিয়াড় মানিকচক ৩। মোঃ শরিফ (৩৫) পিতা- মোঃ আঙ্গুর আলী,সাং- বড়গাছি ৪। মোঃ শফিকুল (৪৭) পিতা- মৃত আমজাদ আলী সাং- দিয়াড় মানিকচক সর্ব থানা- গোদাগাড়ী,জেলা- রাজশাহীগণদের হেফাজত হতে ৩০০ (তিনশত) গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন টিভিএস মেট্রো ১০০সিসি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে ধৃত আসামীগণদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।