গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সীরচর এলাকার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী,মটর সাই কেল ছিনতাই, টুঙ্গিপাড়া এলাকায় বৃশৃংখলা সৃষ্টিকারী, নারীদিয়ে প্রলভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে লোক জন এনে তাদেরকে মারধর করে লক্ষ লক্ষ টাকা আদা য়করা ছিনতাই চক্রের মুল হোতা মোতালেব শেখের ছেলে তাহিন শেখকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
গোপন সূত্রে জানা যায় তাহিন শেখ তার স্ত্রী সাহারা খাতুন কে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল ব্যবহার করে বিভিন্ন পেশার টাকা ওয়ালা মানুষ কে টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মন্সীরচর,গিমাডাঙ্গা উত্তরপাড়া ও গোপাল গঞ্জ মান্দারতলা,পথালীয়া এলাকায় এনে আটকিয়ে মারধর করে লক্ষ লক্ষ টাকা আদায় করতো। ১৪সদস্য বিশিশ্ঠ সংঘবদ্ধ চক্রের প্রধান তাহিন শেখ।এই চক্রের সাথে আরো দুজন নারী সদস্য আছে বলে জানা যায়।
গত ১৬ নভেম্বর রাতে অফিসার ইনচার্জ খন্দকারআমি নুর রহমান এর নিদের্শনায় টুঙ্গিপাড়া থানার এস,আই সুবীর সূত্রধর,এস,আই ইব্রাহিম ও এস,আই বরেন্দ্রর একটি টিম নিয়ে রাতে গোপন সংবাদের ভিত্তিতে গিমাডাঙ্গা মুন্সিরচর এলাকা হতে গ্রেফতার করে তাহিন শেখকে ১৭ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
এ ব্যপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান,তাহিন শে খের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ০৪ টি জি আর গ্রেফতা রি পরোয়ানা আছে। উক্ত আসামী তাহিন শেখ টুঙ্গিপা ড়া থানা এলাকায় নারী দিয়ে ফাঁদে ফেলে বহু লোকের নিকট হইতে মারপিট করে কৌশলে টাকা পয়সা আদা য় করতো,সে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।