March 18, 2025, 8:28 pm
শিরোনামঃ
ফিরে দেখো ২০০১- ২০০৬ সালে বিএনপি জামাতের শাসনামল ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ শ্রীকৃষ্ণের শিক্ষা আমার পথ দেখিয়েছে: তুলসী গ্যাবার্ড ৩৮ লক্ষাধিক ৭৭,১০০ ভারতীয় রুপির জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা, ছাত্রদলের প্রতিবাদ বিমানবন্দরে গ্রেফতার লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া প্রধান ফখরুদ্দিন ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে ঘুষ, দূর্নীতি ও অনিয়মের  অভিযোগ হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে সিটিটিসি বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বিআরটিসি বাস ডিপো নিয়ন্ত্রন করছে নিরাপত্তা প্রহরী তাসরিফ খান

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষন ইনস্টিটি উট। ২০১৫ সালে এই প্রতিষ্ঠানটির চালু করা হয়। প্রথমদিকে ঠিকঠাক ভাবে চললেও পরবর্তীতে তা বিভিন্ন ভাবে এলাকার প্রভাব শালীদের হাত ধরে প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মচারীরা এই বিআরটিসি দখল করে নিয়ে ইচ্ছামত নিজেদের কতৃত্ব চালিয়ে আসছে।টুঙ্গিপাড়া বিআরটিসি বর্তমানে নিরাপত্তা প্রহরী তাসরিফ খানের দখলে।

সে সহ বিআরটিসির অনিয়ম ও দূর্নীতির ব্যপারে কেউ প্রতিবাদ করলে গিমাডাঙ্গা শ্রীরামকান্দি গ্রাম থেকে ভাড়া করা গুন্ডা এনে প্রতিবাদ কারীদের প্রতিহত করে।টুঙ্গিপাড়া এমনও হয়েছে এইর তাসরিফ খান বিরুদ্ধে কথা বলায় নাম না জানাতে ইচ্ছুক এক বিআরটিসি কর্মচারীকে মারধর করার অভিযোগও পাওয়া যায়। গত ১০ই জানুয়ারী ২০২২ইং তারিখ বিকাল আনুমানিক ৪টার সময় টুঙ্গিপাড়া বিআরটিসি প্রশিক্ষন ইনিস্টিউট এর প্রশিক্ষক মোঃ জিন্নাত শেখ অনিয়মের প্রতিবাদ করায় তাসরিফ খানের সংঘবদ্ধ চক্রের লোকজনেরা জিন্নাতকে ইয়াবা দিয়ে পুলিশ পুলিশ এনে প্রতিস্ঠান থেকে ধরিয়ে নিয়ে যায়।

বর্তমানে সে সাময়িক বরখাস্ত আছে জানা যায়, তাসরিফ খান তারই আত্বীয় একজন ড্রাইভিং শিক্ষার্থীর মাধ্যমে সিগারেট দেওয়ার নাম করে প্যাকেটরে ভিতরে ১৬ পিস ইয়াবা দিয়ে জিন্নাতকে পুলিশের নিকট ধরিয়েদেয়। এই মামলায় যাদের কে সাক্ষি রাখে তারা হলেন,সালমান শেখ (ম্যাকানিক) বর্তমানে তিনি তাসরিফ খানের হাত ধরে বি আরটিসির ভিতরে সকল অপকর্ম করে বেড়াচ্ছে।

গোপনসূত্রে জানা যায় এই সালমান বিআরটিসির কাউকে তো মানেইনা সব সময় ম্যানেজার সহ সকল আফিস কর্মর ত কর্মকর্তাদের উপর আত্যাচার করে,এ ব্যপারে সরেজমি নে যে কেউ তদন্ত করলে সব বেরিয়ে আসবে। জিন্নাতের মামলার দ্বিতীয় সাক্ষি বিআরটিসি টুঙ্গিপাড়া এর সামনের চায়ের দোকানদার ফিরোজ এর ছেলে সামির সেও এই মামলার ব্যপারে কিছিুই জানেনা।সরেজমিন তদন্তে এটুকু পরিস্কার মোঃ জিন্নাত শেখকে সম্পূর্ন রূপে ফাসীঁয়েছে তাসরিফ খান ও তার লোকজনেরা।

তাসরিফ খান একজন নিরাপত্তা প্রহরী হয়ে বিভিন্ন কৌশ লে উপরোক্ত ম্যানেজার ও তার পরিবার কে খুশি করে সকল অপকর্ম করে বেড়াচ্ছে সেই সাথে ধংস করছে বিআরটিসির এর সুনাম। তাসরিফ নিরাপত্তা প্রহরী হয়ে টুঙ্গিপাড়া করফা এলাকার লায়েক আলীর ছেলে শামিম কে কম্পিউটার অপারেটর এর চাকুরী দেওয়ার কথা বলে ২ লক্ষ টকা হতিয়ে নেয়। শামিমকে সে ৬মাস ডিউটিও করায় বিআরটিসি অফিসে।

এটা সম্ভব হয়েছে ম্যানেজারের যোগ-সাজিসে এ ছাড়াও তাসরিফ খান মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হতিয়ে নিয়েছে ড্রাইভিং লাইসেন্স দেবার কথা বলে তার প্রমানও আছে।সে একজন নিরাপত্তা প্রহরী হয়ে তিনতলা বাড়ি ও দামী মটর সাইকেল হাকিয়ে ঘুরে বেড়াচ্ছে।অথচ তার পারিবারিক ব্যাকগ্রউন্ড খুজলে দেখাযায় অন্ন কিছু।

তাসরিফ খান ও তার সহযোগীদের বিরূদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় আলোচনার ঝড় ওঠে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে টুঙ্গিপাড়া বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষন ইনস্টিটিউট এর বদনাম হয়ে যাচ্ছে। এ সকল কর্মকান্ড বিএরটিসি আশপাশ এলাকায় জনমনে নানা বিভ্রান্তর সৃষ্ঠি হচ্ছে।এ ব্যপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

এ ব্যপারে ৪ সেপ্টেম্বর দুপুর ৩.৩৩ মিনিটে তাসরিফ খানকে মুঠোফোনে বহুবার ফেন দিলে সে ফোন রিসিভ করে ৪২ সেকেন্ড কথা না বলে কেটে দেয় ।পরবর্তীতে সে ফোন ব্যাক করে তার বিরুদ্ধে আনিত সকল ব্যপার অসত্য বলে জানান।



Our Like Page
Developed by: BD IT HOST