মোঃ সোহেল শেখ,স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জ-২ আসনে জননেতা শেখ ফজলুল করিম সেলিম এর নৌ কা প্রতীক নিয়ে মিছিল ও জন সমাবেশ করেন। গোপা লগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃত্বে গোপালগঞ্জ যুব লীগ ও ছাত্রলীগ সহ গোপালগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলরা।পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা আওয়ামী লী গের প্রধান কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে। সমগ্র শহর প্রদক্ষিণ করে গোপালগঞ্জ,পাবলিক হলেরমোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু,থা না যুবলীগ সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি,সাবেক সভা পতি সরকারি বঙ্গবন্ধু কলেজ দ্বীন ইসলাম,কাউন্সিলর শরিফুল ইসলাম,গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভা পতি নিউটন মোল্লা প্রমুখ।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগ নেতা কে,এম আলিনুর জিহাদ,সাবেক পৌর আও য়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইউ,এম রাসেলবদরুল মিলন,শেখ আজিজুর রহমান,সাইফুল সিকদার,আল-আমিন,কাউন্সিলর নাজিম,কাউন্সিলর কুটু,কাউন্সিলর শুক্তি কাউন্সিলর,রাশেদ,কাউন্সিলর,পৌর আওয়ামী লীগ তথ্য বিষয় সম্পাদক মোঃ শিহাব মোল্লা,পৌর আ ওয়ামী লীগের নকিব,সাবেক পৌর যুবলীগ নেতা শাহা বুদ্দিন সুজা,সাবেক যুবলীগ নেতা গোলাম রব্বানী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিয়া সহ আঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ,উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দের বক্তব্যই তিনি বলেন সরকার মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে হবে”উন্নয়নের স্বপ্ন” স্মার্ট বাংলাদেশ”গড়ে তোলার লক্ষ্যে”সাধারণ জনগণের ভোটের মাধ্যমে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো সরকার গঠন করবে। নেতাকর্মীদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে,বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন হবে-২০২৪ সালে ৭ জানুয়ারি বিপুল ভোটে নৌকাকে বিজয় করবে সরকার গঠনের স্বপ্ন বাস্তবায়ন হবে।