মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি.
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শেখ মনি অডিটোরিয়ামে শনিবার ১৮/১১/২০২৩ ইং তারিখ দুপুর তিনটায় সড়ক পরিবহন আইন সংক্রান্তে জনসচেতনতা বৃদ্ধি ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যপী বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছেন বাংলাদেশ হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফবিদপুর কতৃক সড়ক পরিবহন আইন ২০১৮ সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির জন্য মাসব্যপী অত্র রিজয়নের ৬টি জেলার বিশ্ববিদ্যালয় ও কলেজে বিতর্ক প্রতিযোগীতা আয়োজন করেন।
বিতর্ক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শাহিনুর আলম খান, অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিপিএম, এনডিসি,ডিআইজি পশ্চিম বিভাগ হাইওয়ে পুলিশ আতিকা ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী মাহাবুবুল আলম জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ গোলাম কবির, মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম,ডিআইজি দক্ষিন বিভাগ হাইওয়ে পুলিশ ঢাকা,আল-বেলী আফিফা পলিশ সুপার গোপালগঞ্জ,
মোঃ আজাহারুল ইসলাম নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ গোপালগঞ্জ,
বিতর্কত প্রতিযোগীতায় “ট্রফিক আইন লংঘনের প্রবনতাই বাংলাদেশের সড়ক শৃংঙ্খলা নিশ্চিতকরনের প্রধানঅন্তরায় শীর্ষক বিষয়ে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহনে প্রথম স্থান আধিকার করেন শেখ রেহেনা ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ। ২য় ধাপে “যানবাহনের অতিরিক্তগতি সড়ক দূর্ঘটনার প্রধান কারন” শীর্ষক বিষয়ে শেখ সাহেরা খাতুন মেডিলে কলেজ ও সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ এর মধ্যেকার বিতর্ক প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন সরকারি বঙ্গবন্ধু কলেজ।
উক্ত বিতর্ক অনষ্ঠানে হাইওয়ে পুলিশের ডিআইজি, হাইওয়ে পুলিশ,ছাত্র-ছাত্রী,শিক্ষক,অভিভাবক,বাস মালিক-শ্রমিক,বিভিন্ন পেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।