মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জ-২ আ সনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকামার্কার প্রার্থী জননেতা শেখ ফজলুল করিম এর পক্ষেগোপাল গঞ্জ বোড়াশী ইউনিয়নে মতবিনিময় সভার আয়োজন করেন গোপালগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সি লর শরিফুল ইসলাম সিকদার। নির্বাচনী মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এফ,বি,সি,সি,আই ও সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চু (বীর মুক্তিযোদ্ধা) বিপ্লবী সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম, রেজাউল হক সিকদার রাজু সাবেক মেয়র ও শ্রম বিষয়ক সম্পাদক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ,
আবু সিদ্দিক সিকদার সাধারণ সম্পাদক গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,গোলাম কবির সভাপতি গো পালগঞ্জ পৌর আওয়ামী লীগ মো. আলিমুজ্জামান বিটু সাধারণ সম্পাদক গোপালগঞ্জ গোপালগঞ্জ পৌরআও য়ামী লীগ,এম,বি সাইফ বি সাধারণ সম্পাদক গোপাল গঞ্জ জেলা যুবলীগ ও থানা যুবলীগের সভাপতি জাহে দ মাহামুদ বাপ্পি। নির্বাচনী মতবিনিময় সভার সঞ্চালনা করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ নেতা শরিফুল হক সজীব।
বোড়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রেজাউ ল হক সিকদার (রিজু) সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোড়াশী ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলী গ,সহ আঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সভায় উপস্থিত ছিলে ন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার ইউসুফ,সা বেক সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ পৌর আওয়া মী লীগ মাহামুদ রাসেল,বোড়াশী ইউনিয়নের চেয়ারম্যা ন লিমন, সাবেক চেয়ারম্যান নাসিমুল গনী সাবেক চে য়ারম্যান ননি,সাইফুল সিকদার পৌর আওয়ামী লীগ নেতা, কাউন্সিলর হীরা কাউন্সিলর কালু,কাউন্সিলর কুটু সহ ১৪ নং ওয়ার্ডের সকল নেতা কর্মীরা।
নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি শেখ ফজলে ফাইম তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবারজন্য ভোট চাইলেন সেই সাথে গোপালগঞ্জের মানুষের কৃত জ্ঞতা প্রকাশ করেন তিনি নির্বাচনী মতবিনিময় সভা শে ষে জননেতা শেখ ফজলুল করিমের নৌকা প্রতিকের লিফলেট বিতরণ ও দাদার পক্ষে ভোট চাইলেন শেখ ফজলে ফাইম এর সন্তানেরা।