মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ
মানবসেবা পরম ধর্ম কথাটা চিরন্তন সত্য তবে মানবিক কাজে এগিয়ে আসে এমন ব্যক্তি সমাজে খুব কমই আছে। টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন কদমতলী এলাকায় গারট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক প্রায় তিন বছর যাবৎ একটি পাগলকে মানবিক সেবা দিয়ে যাচ্ছেন।
তথ্যসূত্রে জানা যায়, উক্ত বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী গারট্ট নয়াপাড়া গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ আব্দুল জলিল(৩৫) প্রথমে পাগলটিকে ঐ বিদ্যাল য়ের শিক্ষকদের নিকট শরণাপন্ন করেছিলো। এরপর উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলকে নিয়ে মিলেমিশে সার্বিকভাবে সহযোগিতা করে সেবাশুশ্রূষা দিয়ে থাকেন। একপর্যায়ে এলাকাবাসীও ঐ পাগলটিকে সেবাশুশ্রূষা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছিলো।
পূণরায় ঐ বিদ্যালয়ের শিক্ষকগণ ও দপ্তরি আজ অবদি সার্বিকভাবে সহযোগিতা করেই যাচ্ছেন। এরপর নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে নিয়ে গেলে পাগলটিকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে।