মোঃ মশিউর রহমানঃ টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় বন কর্মকর্তার দুর্নীতিচক্র ব্যাপক ভাবে বিরাজ করছে দেশের মূল্যবান সম্পদ রক্ষার্থে বন কর্মকর্তা সঠিক ভূমিকা পালনে ব্যর্থ। ঘাটাইল উপজেলার পূর্বাঞ্চলে পাহা ড়ি বন এলাকায় পর্যাপ্ত গাছপালা আছে।
বনের গাছগুলো অবৈধভাবে কেটে নেওয়ার স্বার্থে চুড়াই ব্যবসায়ীরা বন কর্মকর্তা ও তাঁর অধীনে থাকা কর্মচারীদের ঘুষ দিয়ে জব্দ করে রাখছে। বনের গজারি গাছ কেটে পূর্বাঞ্চলের ইট ভাটায় দিনের বেলায় প্রকাশ্যে লাকড়িনিয়ে পিকআপ ভ্যান করে নিয়ে যাইতে দেখা যায়।তথ্যসূত্রে জানা যায়, পূর্বাঞ্চলে মোমিনপুর (বালুরচড়) এলাকার ইটভাটায় গজারি গাছ পোড়ানো হচ্ছে।
গত ৫ই মে, ২০২৩ ইং তারিখ শুক্রবার ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন তথা নলমা বাসস্ট্যান্ড (তিন রাস্তার মোড়) দিয়ে খালেক নামে এক ব্যক্তির পিকআপ ভ্যান করে গারোবাজার রোডে গজারি গাছ নিয়ে যাইতে দেখা যায়। পিকআপ ভ্যানের নাম রাসেল এন্টারপ্রাইজ ও নাম্বার ঢাকা মেট্রো-ন ১৪২৯৮৭। এদিকে প্রশাসনের তৎপরতার ব্যাপক ঘাটতি রয়েছে।