October 16, 2024, 8:39 am
শিরোনামঃ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুমে বিদেশী মদের বোতলসহ কক্সবাজারের নাছির উদ্দিন পুলিশের হাতে আটক

Reporter Name

 

নুর মোহাম্মদ সিকদার:

নাইক্ষ‌্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরুধী অভিযানে বিদেশী ২৬ বোতল মদসহ নাছির উদ্দিন নামের এক পাচার কারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর)বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৎ ও সাহসী পুলিশ অফিসার (ইনেসপেক্টর) সোহাগ রানার সার্বিক দিক নির্দেশনায় এসআই পাভেল মল্লিক ও এএসআই ‌শ‌্যামল শর্মা’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে।

গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ৫নং ওয়ার্ডের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাসী চালিয়ে ২৬ টি বিদেশী মদের বোতলসহ নাছির উদ্দিন নামের এক যুবককে আটক করেছে তদন্ত কেন্দ্র পুলিশ। এ সময় পাচার কাজে ব‌্যবহারিত একটি ব‌্যাটারি চালিত অটোরিক্সা জব্ধ করাহয়।

আটককৃত ব‌্যক্তি: কক্সবাজার জেলার মহেশখালী থানার বারঘর পাড়া এলাকার শফি আলমের পুত্র মোঃ নাছির উদ্দিন (২০)।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইনেসপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি ) টানটু সাহ বলেন, আটককৃত ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করাহয়েছে।

সংবাদ প্রেরক:
নুর মোহাম্মদ সিকদার
নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ‌্যংছড়ি।
বান্দরবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page