July 11, 2025, 9:03 am
শিরোনামঃ
আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী : দুদকের মামলা শেরপুর বিশিষ্ট চাল ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লক্ষ টাকা চাঁদার দাবি উঠেছে সাংবাদিক উর্মী বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চকরিয়ার চিরিঙ্গায় ডেকোরেশন ব্যবসায়িকে মারধর করে সর্বস্ব লুট

Reporter Name

ইকরামুল হক, কক্সবাজার জেলা প্রতিনিধি:

চকরিয়ার চিরিঙ্গায় ডেকোরেশন ব্যবসায়িকে মারধর করে সর্বস্ব কেড়ে নিয়েছে একদল চিহ্নিত সন্ত্রাসী। ডেকোরেশন ব্যবসায়ি ও ইলেক্ট্রিক মেস্তেরী সহ ৬ জন আহত হয়েছে। গত ১ মে রাত সাড়ে ১১ টায় চিরিঙ্গা ইউনিয়নের দক্ষিণ বুড়িপুকুরে এ ঘটনা ঘটে এ ব্যপারে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

বাদী চিরিঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ওপালা কাটা মাছঘাট ষ্টেশন ব্যবসায়ি সমিতির নেতা ও চিরিঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বার কালু জানান, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি জাফর আলমের নির্বাচনী মিটিং ছিল চি রিঙ্গা দক্ষিণ মাছঘাট ষ্টেশনে।

উক্ত মিটিংয়ের ডেকোরেশনের মালামাল নিয়ে স্টেজ ও চেয়ার,লাইটিং ভাড়া যায় আল জব্বার ডেকোরেশন যথানিয়মে রাত ১১ টায় মিটিং শেষ করেন বক্তারা।সর্ব শেষ প্রার্থী জাফর আলমে বক্তব্য শেষে চলে গেলে স্থানীয় চরন্দ্বীপের চিহ্নিত সন্ত্রাসী চিংড়ি জোনের ত্রাস খুনের মামলার আসামী আব্দু ছালামের পুত্রআরমানের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী হানা দেয়। কোন কথা ছাড়াই ডেকোরেশনের মালামাল পরিবহনের ট্রলী গাড়ীভাংচুর করে হেড় লাইটটি ভেঙ্গে দেয়।প্রতিবাদ করলে ডেকো রেশনের কর্মচারীদের ও মারধর করে। খবর পেয়ে ডে কোরেশন মালিক কালু ঘটনাস্থলে গিয়ে তাদের থামা তে চেষ্টা করে।

এর পরে ডেকোরেশনের মালামাল নিয়ে আসার সময় কিছুদুর আসার পর অন্ধকার স্থানে এসে ট্রলিগাড়ীথামা তে বাধ্য করে। এক পর্যায়ে গাছের বাটাম ও বন্দুকের বাট দিয়ে বেদম মারধর করে। কালু বাধা দিলেকালুকে ও বেদম মারধর করে মোটর সাইকেল থেকে ফেলে পকেটে থাকা টাকা ও মোবাইল সহ অন্তত: ৫০ হাজার টাকা লুট করে।

শোর চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রীরা অন্ধ কারে গা ঢাকা দেয়।তাৎক্ষনিক পথচারীরা তাদের উদ্ধা র করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। ডেকোরে শনের মালিক চিরিঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বার কালু’ স্থানীয় চেয়ারম্যান জামালহোসে ন চৌধুরীকে বিষয়টি অবহিত করলে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

এ ব্যাপারে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে কালু,

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনা জেনেছেন বলে জানিয়েছেন। এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য এসআই আল আমিনকে নির্দেশ দিয়েছেন বলে জানান



Our Like Page
Developed by: BD IT HOST