July 11, 2025, 1:42 am
শিরোনামঃ
আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী : দুদকের মামলা শেরপুর বিশিষ্ট চাল ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লক্ষ টাকা চাঁদার দাবি উঠেছে সাংবাদিক উর্মী বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চকরিয়া থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী আটক, প্রেস বিজ্ঞপ্তিতে

Reporter Name

ইকরামুল হক-  স্টাফ রিপোর্টার:কক্সবাজার:

নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম
কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্ট ও নাশকতায় জড়িত ১৬(ষোল) জন আসামী গ্রেফতার।
***
জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে জনাব অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ মহোদয়ের সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল মামলার আসামী গ্রেফতারের বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তার-ই প্রেক্ষিতে অদ্য ১৯/০৬/২০২৫ খ্রিঃ: জনাব মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ, চকরিয়া থানা মহোদয়ের এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ ইয়াছিন মিয়া, এসআই/নিঃ ফরহাদ রাব্বি ইষান, এসআই/নিঃ সনজীব কুমার পাল,

এসআই/নিঃ আবুল খায়ের, এসআই/নিঃ আব্দুল হান্নান, এসআই/নিঃ রাজীব কুমার সাহা, এএসআ্ই/নিঃ পারভেজ মাহামুদ, এএসআই/নিঃ জসিম উদ্দিন, এএসআই/নিঃ দেব মজুমদার সঙ্গীয় চকরিয়া থানার, এফআইআর নং-১০, তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪, জি আর নং-৪৫১,তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪, ধারা- ১৫(৩) The Special Powers Act 1974 এর আসামী- চকরিয়া থানার এফআইআর নং-১৫, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫৬, তারিখ-১৩ নভেম্বর,

২০২৪; সময়-সকাল ০৭.১০ ঘটিকা, ধারা- 15(3) The Special Powers Act, 1974 এর আসামী-৩। আব্দুল কাইয়ুম (৩২), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- জুনআরা, সাং- দক্ষিন সুরাজপুর, ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন-সুরাজপুর মানিকপুর, ৪। মিজানুর রহমান (৩৪), পিতা- মোঃ কালু, সাং- দরগাহ পাড়া, ০৬নং ওয়ার্ড, ইউনিয়ন- খুটাখালী, ৫। শহিদুল ইসলাম আজাদ (২৯), পিতা- আমির হোসেন, সাং- ভিলেজার পাড়া, ০৬নং ওয়ার্ড, ইউনিয়ন- সুরাজপুর মানিকপুর, সর্ব থানা- চকরিয়া, জেলা-কক্সাবাজার, চকরিয়া থানার এফআইআর নং-৪৩/৪১৭, তারিখ- ১৮ অক্টোবর, ২০২৪ইং; ধারা-

143/341/ 148/447/323/ 324/325/307/302/34The Penal Code, 1860 এর আসামী-৬। অহিদুজ্জামান (৪৫) পিতা-মৃত এম.এ রশিদ, মাতা-মনোয়ারা বেগম,সাং-এস,এম,চর ২নং ওয়ার্ড,কাকারা ইউপি, থানা-চকরিয়া,জেলা-কক্সবাজার এবং গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী ৭। জমির উদ্দিন (৫৫), পি তা- মৃত আব্দুস সালাম, মাতা-রাবেয়া খাতুন,সাং-হারবাং, ৬না ওয়ার্ড, হারবাং ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৮। জহিরুল ইসলাম মানিক (৩৭) পিতা-মৃত ইউসুফ আলী, সাং-উত্তর হারবাং,কলাতলী,৯নং ওয়ার্ড,হারবাং ইউপি,থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,চকরিয়া থানার মামলা নং-২৯/৪০০, তারিখ-১৬/০৮/২০২৩খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর আসামী-৯। আব্দুল জলিল (৩৪), পিতা-আবু তাহের, সাং- মগবাজার সালাম মাষ্টার পাড়া, ওয়ার্ড নং- ০৬, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার, চকরিয়া থানার এফআইআর নং-৪৪/৫৩৩, তারিখ- ২৯ ডিসেম্বর, ২০২৪ইং।

ধারা-143/447/427/379/506(2) The Penal Code, 1860 এর আসামী-১০। আব্দুর রহিম (৫৩) পিতা-মৃত আশরাফ আলী,সাং- পূর্ব সুরাজপুর, ভিলেজার পাড়া, সুরাজ পুর-মানিকপুর ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ১১। তৌহিদ হোসেন চৌধুরী (৫৪) পিতা-মৃত নবাব মিয়া, মাতা-মৃত তাহের। বেগম, সাং-লক্ষ্যারচর, সিকদার পাড়া, ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ১২।

সোহরাব হোসেন প্রঃ নান্নু মেম্বার (৪৫) পিতা-মৃত ইসমাইল চৌধুরী, মাতা-ফজিলাতুন নাহার, সাং-ছিকলঘাট, উত্তর লক্ষ্যারচর, ৩নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,, চকরিয়া থানার ,এফআইআর নং-৪০,

তারিখ- ১৯ জুন, ২০২৫; জি আর নং-৩০৫, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১১ /১২/১৩ এর আসামী-১৩। হেলাল উদ্দিন (৪৭), পিতা- মৃত সিরাজুল হক, সাং- বিনামারা, ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ১৪। হাসান আল বছরী (৪৭), পিতা- আবুল কাশেম, সাং- মগবাজার, ৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ১৫। বিপ্লব বড়ুয়া

(৩৪), পিতা- আনন্দ বড়ুয়া, সাং- নিজপানখালী, ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ১৬। বাবুল বড়ুয়া (৫৮), পিতা- মৃত বীর ভদ্র বড়ুয়া, সাং- বিনামারা, ৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, সর্বথানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের গের গ্রেফতার করা হয়। হয়।পরবর্তীতে উক্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST