February 16, 2025, 2:15 am
শিরোনামঃ
আবুল হাসেম রতনের মানহানি করার চেষ্টা তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকা থেকে ৪৯হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার করেছে থানা পুলিশ

Reporter Name

রিপোর্ট :সুমন কান্তি দাশ কক্সবাজার জেলা প্রতিনিধি।

অদ্য ১৮/০১/২০২৪ইং তারিখ রাত ১২.০০ মিনিট হই তে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব শেখমোহা ম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই রাজিব, জামাল,মানিক,মহসিন,অচিন্ত,জয়নাল,এএ সআই শাহাদাত,পারভেজ, বিকাশ এবং সংগীয় ফোর্সসহ চকরিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে

উখিয়া থেকে ০২ টি মোটর সাইকেল যোগে ০৩ জন মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রও য়ানা করিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা ধীন চকরিয়া পৌরসভাস্থ ৮ নং ওয়ার্ড এর নতুন বাস টার্মিনালের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর ০৬.২০ ঘটিকায় অবস্থান করাকালীন সন্দেহজন ক ০২টি মোটর সাইকেল আমাদের সামনে দিয়ে যাও য়ার সময় তাদেরকে সংকেত দিয়ে থামাই।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীগণ পালানোর চেষ্টাকালে উপস্থিত সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায় তায় তাদেরকে ধৃত করি। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞা সাবাদে তাদের নাম১। মোঃ জাহেদ(২২), পিতা-জাফর আহমদ,মাতা- ছলিমা খাতুন,সাং-জাদীমুড়া,৯ নং ওয়া র্ড, ইউপি-হ্নীলা,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার

২। হাবিবুর রহমান প্রকাশ হাবিব(২৩),পিতা-মোঃ ইউ সুফ,মাতা- তৈয়বা খাতুন, সাং-নতুন পল্লানপাড়া,৩ নং ওয়ার্ড,টেকনাফ পৌরসভা,থানা-টেকনাফ,জেলা-কক্স বাজার।৩ মোঃ মফিজ উদ্দিন(২৩),পিতা- এজাহার মিয়া,মাতা- লায়লা বেগম,সাং-ধ্রুরংখালী,৮ নং ওয়ার্ড, হলদিয়া পালং ইউপি,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার বলে জানায়।

আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করিয়া তাদের হেফা জত হইতে ৪৯,০০০ ( উনপঞ্চাশ)হাজার পিস ইয়াবা
ও ২টি মোটর সাইকেল,৩ টি মোবাইল উদ্ধার পূর্বক সকাল ০৬.৪৫ ঘটিকার সময় জব্দ করা হয।

আসামীগণ টেকনাফের আলিখালি ইয়াবা সম্রাট হারুনের নিকট হইতে স্বপ্ল মূল্যে নিষিদ্ধ মাদক ইয়াবা সংগ্রহ করিয়া বেশি মূল্যে বিক্রয় এর উদ্দেশ্যে উখিয়া, রামু হয়ে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল

সারারাত অভিযান পরিচালনা করিয়া সকালে বর্ণিত
তিনজন আসামিকে ৪৯০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।চকরিয়া থানা পুলিশ জানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST