মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদে চসিকের অভিযান। ছবি-দৈনিক সময়ের কন্ঠ ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে বন্দরটিলা ও নেভি হাসপাতাল গেট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
এ সময় রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।এ ছাড়া জনসাধারণের চলাচলে প্রতি বন্ধকতা তৈরি করে সড়কে ব্যবসা করায় তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে অপর তিন ব্যক্তিকে ৬ হাজার,ঐ সময় মোট ২১,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সাংবাদিকদের বলেন,জনগণের চলাচলের পথ ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। এ বিষয়ে সিটি করপোরেশনের অবস্থান জিরো টলারেন্স। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে ও চলবে।অভিযানকালে ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর হাজী,জিয়াউল হক সুমন, সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম উপস্থিত ছিলেন