মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার :
প্রতিদিনই ঘটছে ইপিজেডের মোরে মোবাইল বা টাকার মানিব্যাগ ছিনতাই, চিন্তা কারির কবল থেকে রিহাই পাচ্ছে না পোশাক কারখানার শ্রমি করা গত ১৫ নম্বর রোজ মঙ্গলবার ইপিজেডের একটি পোশাক কারখানার সুপারভাইজার সোনিয়া। প্রতিদিনের মতো অফিস ছুটির পর মাইলের মাথা থেকে বাসায় ফিরছিলেন। ইপিজেড ট্রাফিক পুলিশ বক্সের সামনে আসতেই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল। এরপর চোর চোর বলে চিৎকার করেন সোনিয়া।
সোনিয়ার চিৎকার শুনে ইপিজেডের মোড়ে থাকা ট্রাফিক সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে ধরে ফেলেন সেই ছিনতাইকারীকে। পরে ছিনতাই করা মোবাইলটি উদ্ধার করে সোনিয়ার হাতে ফিরিয়ে দেন। শখের মোবাইল ফোন ফিরে পেয়ে ট্রাফিক সা র্জেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পোশাককর্মী সোনিয়া।মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ইপিজেড পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক ছিনতাইকারী নাম রিফাতুল ইসলাম (২৪)। সে পটুয়াখালীর পলাচিপা থানার বাদশা মিয়া খলিফার ছেলে।
এ বিষয়ে সিএমপির ট্রাফিক-বন্দর বিভাগের ইন্সপেক্টর (টিআই এডমিন) মো. আমীর ফারুক সাংবাদিকদের বলেন , সোনিয়া নামের এক পোশাককর্মী মঙ্গলবার রাতে অফিসের কাজ শেষে ইপিজেড পুলিশ বক্সের সামনে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় রিফাত নামের এক ছিনতাইকারী সোনিয়ার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে দৌড় দেয়। পরে সোনিয়ার নারীর চিৎকারে সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে রিফাতকে ধরে ফেলেন। এরপর মোবাইলটি সোনিয়াকে ফিরিয়ে দেন একইসঙ্গে আটক যুবককে থানায় হস্তান্তর করেন।
চট্টগ্রাম ইপিজেডে রাতের আঁধারে তরুণীর মোবাইল ছিনতাই করে চোর দিলেন দৌড়, সেই সাথে দৌড়ে ধরলেন ট্রাফিক সার্জেন্ট জহিরুল