February 13, 2025, 9:59 am
শিরোনামঃ
তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত শাহজাদপুরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রাম ইপিজেড পোশাক কর্মীর  মোবাইল ছিনতাই, দৌড়ে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন  সিনিয়র রিপোর্টার :

প্রতিদিনই ঘটছে ইপিজেডের মোরে মোবাইল বা টাকার মানিব্যাগ  ছিনতাই, চিন্তা কারির কবল থেকে রিহাই পাচ্ছে না পোশাক  কারখানার শ্রমি করা গত ১৫ নম্বর রোজ মঙ্গলবার ইপিজেডের একটি পোশাক কারখানার সুপারভাইজার সোনিয়া। প্রতিদিনের মতো অফিস ছুটির পর মাইলের মাথা থেকে বাসায় ফিরছিলেন। ইপিজেড ট্রাফিক পুলিশ বক্সের সামনে আসতেই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল। এরপর চোর চোর বলে চিৎকার করেন সোনিয়া।

সোনিয়ার চিৎকার শুনে ইপিজেডের মোড়ে থাকা ট্রাফিক সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে ধরে ফেলেন সেই ছিনতাইকারীকে। পরে ছিনতাই করা মোবাইলটি উদ্ধার করে সোনিয়ার হাতে ফিরিয়ে দেন। শখের মোবাইল ফোন ফিরে পেয়ে ট্রাফিক সা র্জেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পোশাককর্মী সোনিয়া।মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ইপিজেড পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ছিনতাইকারী নাম রিফাতুল ইসলাম (২৪)। সে পটুয়াখালীর পলাচিপা থানার বাদশা মিয়া খলিফার ছেলে।

এ বিষয়ে সিএমপির ট্রাফিক-বন্দর বিভাগের ইন্সপেক্টর (টিআই এডমিন) মো. আমীর ফারুক  সাংবাদিকদের বলেন , সোনিয়া নামের এক পোশাককর্মী মঙ্গলবার রাতে অফিসের কাজ শেষে ইপিজেড পুলিশ বক্সের সামনে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় রিফাত নামের এক ছিনতাইকারী সোনিয়ার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে দৌড় দেয়। পরে সোনিয়ার নারীর চিৎকারে সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে রিফাতকে ধরে ফেলেন। এরপর মোবাইলটি সোনিয়াকে ফিরিয়ে দেন একইসঙ্গে আটক যুবককে থানায়  হস্তান্তর করেন।

চট্টগ্রাম ইপিজেডে রাতের আঁধারে তরুণীর মোবাইল ছিনতাই করে চোর দিলেন দৌড়, সেই সাথে দৌড়ে ধরলেন ট্রাফিক সার্জেন্ট জহিরুল



Our Like Page
Developed by: BD IT HOST