February 10, 2025, 10:59 am
শিরোনামঃ
সাংবাদিক কোন দলের নয়’দেশ ও জাতির বিবেক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাব অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে অবৈধ সরকারের ঈমানদার যৌথবাহিনী ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ব্রেকিং নিউজ: ডাক্তার পিনাকী ভট্টাচার্যের গ্রামের বাড়িতে আগুন দিলো ছাত্রলীগ আ’লীগের নেতা খোলস পাল্টানো বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস গভীর রাত্রে অনেক আওয়ামীলীগের বাড়ির ঘর লুটপাট ও পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা লক্ষ্মীপুরে ফতেহপুর বাজারের ব্যবসায়ী বেলাল মেম্বার এর দশ লক্ষ টাকার মালামাল লুট ও দোকান ঘর দখল ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র প্রেস বিজ্ঞপ্তি

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ ডিসেম্বর’২০২২খ্রিঃ মহান বিজয় দিবস সুষ্ঠু, সুন্দর,সু-শৃঙ্খল ও যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান এবং বিজয় র‌্যালী চলাকালীন ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক প্রণীত ট্রাফিক ব্যবস্থাপনায় নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ ব্যবস্থার অংশ হিসেবে -রোড ব্লক ও ডাইভারশন পয়েন্টসমূহঃ

মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর এম এ আজি জ স্টেডিয়ামে সকাল ০৮.০০ ঘটিকায় আনুষ্ঠানি কভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ বাংলাদেশ পুলিশ,আনসার-ভিডিপি,বিএনসিসি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,কারারক্ষী,স্কুল-কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান,বাংলাদেশ স্কাউট,রোভার স্কাউট,গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

নগরীর এম এ আজিজ স্টেডিয়াম গোলচত্বর (বিজ য় শিখা) হতে সকাল ১০.৩০ ঘটিকায় বিজয় র‌্যালী আরম্ভ হয়ে কাজির দেউরী মোড় -> সার্সন রোড ->ডাঃ খাস্তগীর স্কুল-> চেরাগী পাহাড় মোড় -> জে এম সেন রোড -> আন্দরকিল্লা মোড় -> বক্সিরহাট মোড় -> সোনালী ব্যাংক মোড় -> কেসিদে রোড -> বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) -> ডিসি হিল -> বৌদ্ধ মন্দির -> লাভ লেইন -> নুর আহম্মদ সড়ক -> নেভাল এ্যাভেনিউ -> হেলিপ্যাডের সম্মুখ রাস্তা -> বিজয় মঞ্চে এসে শেষ হবে।

নগরীর এমএ আজিজ স্টেডিয়াম কেন্দ্রিক অনুষ্ঠি তব্য বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারী গুরুত্ব পূর্ণ ব্যক্তিবর্গসহ সকল পর্যায়ের বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর নিরবিচ্ছিন্ন ও সু-শৃঙ্খল গমনা গমন নিশ্চিত করার লক্ষ্যে এবং আয়োজিতব্য র‌্যালীর মুভমেন্ট ও অবস্থান বিবেচনায় প্রয়োজন সাপেক্ষে নিম্নোক্ত স্থানসমূহে সাময়িক রোড ব্লক স্থাপন ও ডাইভারশন প্রদানের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

নগরীর ১) লালখানবাজার,২) কাজিরদেউরী,৩) সার্সন রোড/আসকার দিঘীরপাড়,৪) জামালখান মোড়, ৫) চেরাগী পাহাড়,৬) কে বি আব্দুস সাত্তার রোড/ জেএমসেন হল,৭) আন্দরকিল্লা মোড়,৮) বক্সিরহাট মোড়,৯) লালদিঘীর উত্তর পাড়,১০) সোনালী ব্যাংক,১১) লয়েল রোড,১২) পুরাতন টেলিগ্রাফ রোড,১৩) জেসি গুহ রোড,১৪) ডিসি হিল মোড়/ বৌদ্ধ মন্দির,১৫) আবেদীন কলোনী গলির মুখ,১৬) নূর আহমদ সড়ক,১৭) নেভাল মোড়,১৮) উম্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়।

পার্কিং ব্যবস্থাপনাঃ

নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিতব্য বিভিন্ন কর্মসুচীতে অংশগ্রহণকারী সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক/রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের গাড়িসমূহ নিম্নোক্ত স্থানে পার্কিং করতে হবে।

১। বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণের গাড়িসমূহ এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে পার্কিং করবে।

২। স্কুল-কলেজ’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক/রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী দলসহ বিভিন্ন সংগঠনের ব্যবহৃত যানবাহনসমূহ তাদের সুবিধা অনুযায়ী নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠ অথবা সিআরবি সাত রাস্তা সড়কে পার্কিং করতে পারবে।

মহান বিজয় দিবস সুষ্ঠু, সুন্দর, সু-শৃঙ্খল ও যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উপযাপনের জন্যে নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST