প্রথম বাংলা – চাকরি ছাড়ার পর ফেরত দিতে হলো অফিসে খাওয়া প্রতি কাপ চায়ের দাম! ছবি: সংগৃহীত
প্রায় প্রতিটি সরকারি-বেসরকারি অফিসেই কম বেশি চা-কফি খাওয়ার সুযোগ থাকে। দীর্ঘক্ষণ কাজ করার ফলে কর্মীদের মধ্যে যে ক্লান্তি কিংবা বিরক্তি কাজ করে, তা কাটাতেই মূলত এই সুযোগ রাখে অফিসগুলো। দিনে খুব বেশি চা-কফি খেয়ে না ফেললে সচারচর এ বিষয়ে অফিস খেকে কর্মীদের তেমন কিছু বলা হয় না। কিন্তু চীনে এক বিরল কাণ্ড ঘটেছে। সেখানকার একটি প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর দুই কর্মীকে অফিসে যত কাপ চা খেয়েছেন, তার বিল পরিশোধ করতে হয়েছে।
ঘটনা চীনের আনহুই প্রদেশের সেখানে দুই কর্মী চাকরি ছে ড়েছিলেন খুবই স্বাভাবিক ঘটনা,আমরা অনেকেই চাকরি ছেড়ে থাকি কিন্তু পরের ধাপে যা ঘটলো,তা কোনভাবে ই স্বাভাবিক নয়। অনেক অফিসই তার কর্মীদের জন্য বিনামূ ল্যে চা-কফির ব্যবস্থা রাখে ওই দুই কর্মী জানতেন,তাদে র অফিসেও বিনামূল্যে চা খাওয়ানো হয়। কিন্তু চাকরি ছাড়া র পর অফিসের বস তাদের কাছ থেকে অফিসে থাকতে তারা যত কাপ চা খেয়েছেন, তার দাম পুরোটা পরিশোধ করতে বলেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বিষয়টি যে মৌখিক স্তরেই সীমাবদ্ধ ছিল, তা নয়। চায়ের টাকা আদায়ের জন্য রীতিমতো আইনি চিঠিও দেওয়া হয়েছে ওই দুই কর্মীকে। সেই চিঠি পেয়ে কর্মীরা স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন। সব থেকে বড় কথা, টাকার অঙ্কটাও নেহাত কম নয়।চীনে মদ খাওয়ার প্রবণতা কমাতে সম্প্রতি জনপ্রিয় হয়েছে দুধ চা এই চা খেতে জায়গা বিশেষে গুনতে হয় ৯০ থেকে ২৮৮ ইউয়ান পর্যন্ত।
যাই হোক, কর্মীরা গুণে গুণে ১৭ হাজার ইউয়ান অফিসের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন।এর বিরুদ্ধে নিজেদে র পক্ষে কোনো আইনি ব্যবস্থা নেয়নি ওই দুই কর্মী। তবে ঘটনাটি তারা ফলাও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই বিশ্ব এখন তাদের বসে নিন্দায় পঞ্চমুখ।