রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় কাজিরহাট বাজারে অনাকাঙ্ক্ষিত চুরি থামাতে বাজার কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মিটিং ও ব্যবসায়ীদের সচেতন কার্যক্রম। শুক্রবার(১ নভে ম্বর) সকাল ৮ টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজার বর্তমানে বাংলাদেশের প্রথম সারির বৃহত্তর বন্দর হাট গুলোর একটি।এখানে প্রতি দিন লক্ষ লক্ষ টাকার কেনা বেচা হয়ে থাকে এবং এই বাজার থেকে সরকারি খাতায় লক্ষ লক্ষ টাকা রাজস্ব যায়।
প্রায় ৫০ বছর পূরানো এই বাজারে হটাৎ গত কয়েক মাসে বেশ কয়েকটি বড় বড় চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাজারের ব্যবসায়ীরা।
প্রাথমিক ভাবে সবগুলো ঘটনা প্রায়ই একটি অন্যটির সাথে জড়িত অর্থাৎ সব গুলো চুরিই একই পদ্ধতিতে করাহয়েছে এরপর গত কিছুদিন আগে দিনের বেলায় ব্যবসায়ী মোঃ হাবিব সৌয়ালের দোকানে জানালা কেটে ১১ লক্ষ টাকার সিগারেট চুরির ঘটনা নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে ব্যবসায়ী ও স্থানীয়দের মনে।এই ঘটনার যেনো পুনরাবৃত্তি যেনো না ঘটে তার জন্য নিজেদের সচেতনতা এবং পাহা রাদার দের টিমকে আরও শক্তিশালী করতে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে আরও কয়েকজন পাহারাদার।
এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সকল সদস্য এবং বাজারের সাধারণ ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই আলোচনা সভা উদ্ভোদন এবং পাহারাদারদের নতুন ইউনিফর্ম বিতরন করেন জাজিরা থাকার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান।