July 11, 2025, 4:12 pm
শিরোনামঃ
আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী : দুদকের মামলা শেরপুর বিশিষ্ট চাল ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লক্ষ টাকা চাঁদার দাবি উঠেছে সাংবাদিক উর্মী বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জনগণের হাতে জ্বালানি তেল কেনার টাকা নেই: বাইডেন

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতি নিধিঃযুদ্ধের জেরে রাশিয়ার জ্বালানির ও পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একগুচ্ছ নিষে ধা জ্ঞা জারি ও তার সুযোগে বিপুল পরিমাণ মুনাফা করতে থাকা মার্কিন বিভিন্ন তেল-গ্যাস কোম্পা নিকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাই ডেন। মঙ্গলবার (১ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন তেল-গ্যাস কোম্পানি গুলোর সমালোচনা করেন বাইডেন। এসব কো ম্পানির মালিকদের উদ্দেশে প্রেসিডেন্ট বলে ছেন,

হয় যুক্তরাষ্ট্রের জনগণের কাছে কম দামে জ্বালা নি বিক্রি করতে হবে, নয়তো যুদ্ধের সুযোগে যে অতিরিক্ত মুনাফা তারা করেছে— তা থেকে উচ্চহারে কর দিতে হবে সরকারকে।মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন তেল-গ্যাস কোম্পানিগুলোর সমালোচনা করে বাইডেন বলেন—একদিকে এসব কোম্পানি সীমাহীন মুনাফা লুটছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনগণের হাতে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি কেনা র মতো টাকা নেই।

‘যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এবং এই দেশের জন গণের পাশে থাকার কোনো তাগিদ এসব কোম্পা নির কর্তৃপক্ষ বোধ করছে না। তাদের মনোযোগ কেবল যুদ্ধের সুযোগে মুনাফা বাড়ানোর দিকে। চলতি বছর এক একটি কোম্পানি মুনাফার পাহা ড় গড়ে তুলেছে।

‘আর এদিকে সাধারণ জনগণের হাতে গাড়ির জন্য জ্বালানি তেল কেনার টাকা নেই। যদি এসব কোম্পানি তাদের মুনাফার কিছু অংশ জনগণের জন্য ব্যয় করত, তাহলে আজ যুক্তরাষ্ট্রে প্রতি লিটার গ্যাসোলিনের দাম পড়ত মাত্র ৫০ সেন্ট।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন,এই মুনাফা যে যুদ্ধের সুযোগে এসেছে— এটা স্বীকার করে নিয়ে এসব কোম্পানির উচিত— যুক্তরাষ্ট্রের জনগণ যেন কমদামে জ্বালানি কিনতে পারে,সেজন্য পদ ক্ষেপ নেওয়া। অর্থাৎ,দেশের তেল-গ্যাসের উৎপাদন বাড়াতে বিনিয়োগ করা।’

‘যদি তারা বিনিয়োগ না করে, সেক্ষেত্রে সরকার কে বাড়তি মুনাফা থেকে উচ্চহারে কর দিতে হবে তাদের। সেই সঙ্গে অন্যান্য বিধিনিষেধও যেন তা দের ওপর জারি করা হয়, সেজন্য আমি নিজে কংগ্রেস (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) সদস্যদের সঙ্গে আলোচনা করব।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও তার জেরে রাশিয়ার ও পর জারি করা বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবে যুক্তরাষ্ট্রে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়ে ছে। খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েছে ১৩ শতাংশ পর্যন্ত,আর যাব তীয় জ্বালানি পণ্যের মূল্য হয়েছে প্রায় দ্বি গুণ।

প্রসঙ্গত,যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র ও আর্থিক সহা য়তাও দিয়েছে বাইডেন প্রশাসন। কংগ্রেসের বিরোধী দল রিপাবলিকান পার্টি প্রথম দিকে ইউ ক্রেনকে সহায়তা দেওয়ার ব্যাপারটি সমর্থন কর লেও বর্তমানে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই দলের জনপ্রতিনিধিদের ভাষ্য, যুক্তরাষ্ট্রে মূল্য স্ফীতি অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ার আগেই ইউক্রেনে সহায়তা বন্ধ করা প্রয়োজন। মূল্যস্ফী তি ইস্যুতে সম্প্রতি মার্কিন ভোটারদের কাছে জন প্রিয়তাও খানিকটা কমেছে ক্ষমতাসীন ডেমো ক্রেটিক পার্টির।

তিনি আরও বলেন, এই মুনাফা যে যুদ্ধের সুযো গে এসেছে এটা স্বীকার করে নিয়ে এসব কোম্পা নির উচিত যুক্তরাষ্ট্রের জনগণ যেন কম দামে জ্বা লানি কিনতে পারে, সেজন্য পদক্ষেপ নেয়া। অর্থাৎ,দেশের তেল-গ্যাসের উৎপাদন বাড়াতে বিনিয়োগ করা। যদি তারা বিনিয়োগ না করে, সে ক্ষেত্রে সরকারকে বাড়তি মুনাফা থেকে উচ্চহারে কর দিতে হবে তাদের। সেই সঙ্গে অন্যান্য বিধি নিষেধও যেন তাদের ওপর জারি করা হয়,সে জন্য আমি নিজে কংগ্রেস (যুক্তরাষ্ট্রের পার্লা মেন্ট) সদস্যদের সঙ্গে আলোচনা করব।’



Our Like Page
Developed by: BD IT HOST